মুর্শিদাবাদের খরগ্রাম এর পদমকান্দি অঞ্চলের শ্রীপুর কৃষি উন্নয়ন সমিতি নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ হল সারাদিন টানটান উত্তেজনা ও কড়াকড়ি নিরাপত্তার মধ্য দিয়ে। নির্বাচন প্রক্রিয়ায় অংশ গ্রহণ করেছিল গ্রামের কৃষকেরা মোট ছয়টি আসনে নির্বাচন প্রক্রিয়া শুরু হয়। রবিবার বিকেল ৫টা নাগাদ জানা গিয়েছে, ছটি আসনের মধ্য প্রথমে চারটে আসনে জয়ী হয় তৃণমূল প্রার্থীরা এবং একটি আসনে জয়ী হয় মহাজোট প্রার্থী। পরে একটি আসনে ড্র হয় লটারি মাধ্যমে জয়ী হয় মহাজোট।