বাড়ি থেকে বেরিয়ে গত শনিবার সন্ধ্যা থেকে নিখোঁজ হয়ে গেল এক জমি ব্যবসায়ী। এতটা সময় পার হলেও কোন হদিস না পাওয়ায় চরম উৎকণ্ঠার মধ্যে রয়েছে মিরা গ্রাম এলাকার পরিবারবর্গ। শেখ আদিল নামে ঐ ব্যক্তি জমি ব্যবসার সঙ্গে যুক্ত। গত শনিরবার মোটরবাইক নিয়ে বাড়ি থেকে বের হয় মোবাইল তিনি বাড়িতে ভুলে রেখে চলে আসেন। পরে তাকে মোহনা এলাকায় দেখা গেলেও তারপর আর কোন হদিস পাওয়া যায়নি। জমি ব্যবসা সূত্রে টাকা পয়সা সংক্রান্ত কোনো কারণ হতে পারে সেই অনুমান উড়িয়ে দিচ্ছে না।