বড়জোড়ার হাট-আশুড়িয়ার কাঁটাবাঁধে আজ এক স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজন করা হয় । নতুন কাঁটাবাঁধ আশিকে রসূল কমিটির উদ্যোগে । যেখানে ৮০জন রক্তদান করেন। সমগ্র রক্ত সংগ্রহ প্রক্রিয়াটি বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালের উদ্যোগে সম্পন্ন হয় ।