স্টেট জেনারেল হাসপাতাল চেয়ে এবার তপনের মন্ডপে মন্ডপে লাগানো হল পোস্টার। এমন অভিনব আন্দোলনে দর্শনার্থী থেকে শুরু করে তপন সহ জেলা জুড়ে ব্যাপক সাড়া শোরগোল পড়েছে। দক্ষিণ দিনাজপুর জেলার ব্লক গুলির মধ্যে তপন ব্লক আয়জনের দিক থেকে বৃহৎ। প্রায় তিন লক্ষ তপন বাসীর ভরসা একটি মাত্র গ্রামীণ হাসপাতাল। এলাকার মানুষের জ্বর সর্দিকাশি ছাড়া অন্যান্য চিকিৎসা পরিষেবার জন্য অধিকাংশ মানুজনকে ছুঁটতে হয় বালুরঘাট নয়তো গঙ্গারামপুরে। এতে তপনবাসীকে চরম সমস্যায় পড়তে হয়। তপনবাসীর দীর্ঘদ