বাল্যবিবাহ,শিশু পাচার,সাইবার অপরাধ সহ একাধিক বিষয়ে সচেতন করতে ছাত্রীদের নিয়ে "স্বয়ং সিদ্ধা"কর্মসূচি দামোদরপুর উচ্চ বিদ্যালয়ে।জানা যায়,হুগলি গ্রামীণ পুলিশের পক্ষ থেকে আরামবাগ মহিলা থানার উদ্যোগে এই কর্মসূচি করা হয়।শিক্ষক-শিক্ষকা সহ ওই স্কুলের প্রায় ১৪০ জন ছাত্রী অংশগ্রহণ করে।এই কর্মসূচির মাধ্যমে তাদের বাল্যবিবাহ,শিশু পাচার,অল্প বয়সে মা হওয়া,ট্রাফিক নিয়ম,সাইবার অপরাধ,ডিজে বক্সের ক্ষতিকারক প্রভাব ইত্যাদি সম্পর্কে সচেতন করা হয়।