'সেবা পখবাড়া' অনুষ্ঠানকে সফল করে তুলতে শ্রীভূমি জেলা বিজেপি কার্যালয়ে এক সাংগঠনিক সভার আয়োজন,উপস্থিত জেলা BJP-র সভাপতি সঞ্জীব বণিক। ১৭ ই সেপ্টেম্বর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে বিজেপির সমগ্র ভারতবর্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত 'সেবা পখবাড়া' কার্যসূচি পালন করবে। সেই অনুষ্ঠানকে শ্রীভূমি জেলায় সফল করার লক্ষ্যে বুধবার জেলা বিজেপির সকল পদাধিকারিদেরকে নিয়ে এই সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়।