বুধবার বারবিশায় মনীষী পঞ্চানন বর্মার মূর্তিতে মাল্যদান করে তাঁকে শ্রদ্ধা জানাল তুফানগঞ্জ পঞ্চানন অনুরাগী মঞ্চ। মনীষী পঞ্চানন বর্মার ৯১তম তিরোধান দিবস উপলক্ষে ওই কর্মসূচি করা হয়েছে। উপস্থিত ছিলেন পঞ্চানন গবেষক গিরীন্দ্রনাথ বর্মন, সংগঠনের কর্মকর্তা দ্বিজেন্দ্রনাথ সিংহ, কুমারগ্রাম পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি জয়প্রকাশ বর্মন, সমাজসেবী ভিক্টর রায়, জয়শঙ্কর দাস সহ অন্যরা। এদিন বারবিশা চৌপথীতে থাকা অন্যান্য মনীষীদের মূর্তিতেও মাল্যদান করা হয়েছে।