তৃণমূল সব খাই,দেশি মদের বোতল থেকে আড়াই টাকা করে ভাইপো নেই,তৃণমুল পাকিস্তানের দালাল হয়ে গেছে খানাকুলে এসে তৃণমূলকে এমনি ভাষায় কটাক্ষ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।বুধবার খানাকুলের কামারশাল এলাকায় পরিবর্তন সংকল্প সভায় যোগদেন তিনি।সভা মঞ্চ থেকে বক্তব্য রাখতে গিয়ে তৃণমূলকে এমনি ভাষায় কটাক্ষ করেন শুভেন্দু বাবু।