আজ ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথি, অর্থাৎ গণেশ চতুর্থী। শিব পুরাণ মতে, আজকের দিনেই মহাদেব শিব ও দেবী পার্বতীর প্রিয় পুত্র বিঘ্নহর্তা, একোদন্ত গজানন গণেশের জন্ম তিথি। প্রতি বছরের মতো এ দিনটিকে কেন্দ্র করে সারা ভারত জুড়েই বিশেষ উৎসব পালিত হয়। মহারাষ্ট্রে যেমন এই উৎসব মহাধুমধামে হয়, তেমনি বাংলার বিভিন্ন প্রান্তেও গণেশ পূজোর আবহ ছড়িয়ে পড়ে। আজ জিয়াগঞ্জের একাধিক পূজো কমিটি মহাসমারোহে গণেশ চতুর্থী উদযাপন করেছে। সুবিশাল একোদন্ত গজানন মূর্তিকে নানা ব