সম্প্রতি তৃণমূল ছাত্র পরিষদের এক নেতার বিরুদ্ধে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পোড়ানোর অভিযোগে রাজ্য জুড়ে ব্যাপক রাজনৈতিক তোলপাড় সৃষ্টি হয়েছে।ঘটনায় বিজেপি তীব্র প্রতিবাদ জানিয়ে রবীন্দ্রনাথের ছবি পুড়ানোকে বাংলার ঐতিহ্যের প্রতি অবমাননা বলে উল্লেখ করে মঙ্গলবার সন্ধ্যায় পুরুলিয়ার রঘুনাথপুর শহরের ক্ষুদিরাম মোড়ের সামনে প্রতিবাদ আন্দোলনের শামিল হয় বিজেপির নেতা কর্মীরা।