আরামবাগে উদ্বোধন হল দুর্গাপূজোর গাইড ম্যাপ।শনিবার তার উদ্বোধন করেন হুগলি জেলার পুলিশ সুপার কামনাশীষ সেন।জানা গেছে,এই গাইড ম্যাপে কিউ আর কোড করা হয়েছে।স্ক্যান করলেই আরামবাগের মোট চল্লিশটি পুজোর মণ্ডপের রুট ম্যাপ থেকে শুরু করে কোন রুট ব্যাস্ত আছে কোন রুট ফাঁকা আছে কোন রুট ব্যবহার করলে সহজে মণ্ডপ গুলতে পৌঁছানো যাবে সেটাও জানতে পারবেন দর্শনার্থীরা।এই উদ্বোধনী অনুষ্ঠানে SP ছাড়াও উপস্থিত ছিলেন,জেলার ASP কৃশানু রায়,আরামবাগের MP মিতালি বাগ সহ বিভিন্ন বিশিষ্টরা।