গত বছর আগস্ট মাসে বেলদা জাতীয় সড়কে পথদুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হয়েছিল বেলদার তিন টেনিস ক্রিকেট খেলোয়াড়ের। তাদের নাম অলীক, শান্তনু, নরেন্দ্র। তাদের স্মরণে অভিনব ভাবে রক্তদান শিবিরের আয়োজন করলো বেলদার বাকি ক্রিকেটপ্রেমীরা। সহযোগিতা করে বেলদা ফ্রেন্ড ইউনিট। শনিবার রক্তদান শিবিরের বাইরে ক্রিকেট পিচ বানিয়ে উইকেট ব্যাট বল রেখে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। প্রায় ৪০ জনেরও বেশি রক্তদাতা রক্ত দান করেন শিবিরে। রক্ত দাতাদের হাতে উপহার দেওয়া হয়।