শক্তিগড় থানা এলাকায় ধান রোয়ার কাজ করতে এসে সাপের কামড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।মৃতের নাম তারক ওরফে তারু মণ্ডল(৩৮)। মেমারি থানার সুলতানপুরে তাঁর বাড়ি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার আরও কয়েকজনের সঙ্গে শক্তিগড়ে ধান রোয়ার কাজ করতে এসেছিলেন তারু। কাজ করার সময় তাঁর বাঁ পায়ের আঙুলে সাপে ছোবল মারে। তড়িঘড়ি তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।বৃহস্পতিবার ভোরে তিনি মারা যান।অন্যদিকে,খণ্ডঘোষ থানার গোপালবেড়ায় সাপের কামড়ে এক বৃদ্ধার মৃত্যু হয়