পুজোয় যেন বৃষ্টি না হয়, পান্ডুয়া থেকে এমনটাই আর্জি রচনা। প্রসঙ্গত আজ বৃহস্পতিবার দুপুর দুটো নাগাদ পান্ডুয়ার ইলছোবা মন্ডলাই উচ্চ বালিকা বিদ্যালয় শৌচালয় উদ্বোধনে আসেন হুগলি সংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। ২০২৪ -২৫ অর্থবর্ষের এমপি ল্যান্ডের প্রায় তিন লক্ষ ৪৩ হাজার টাকা ব্যয় করে পান্ডুয়া ইলছোবা মন্ডলাই উচ্চ বালিকা বিদ্যালয়ে মেয়েদের জন্য স্বাস্থ্যসম্মত শৌচালয় তৈরি,,