ঘটনাটি ঘটেছে কৃষ্ণনগর পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের রাজার দিঘীরপাড় এলাকায়।পরিবারের পক্ষ থেকে অভিযোগ বাড়িতে কেউ না থাকার সুযোগে গতকাল রাতে কেউ বা কারা ঢুকে শাবল বা লোহার রোড দিয়ে দরজার তালা ভেঙে ঘরের দরজা ভেঙে নগদ টাকা সহ জিনিসপত্র নিয়ে চম্পট দেয় চোরেরা। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি এলাকায়। ঘটনা চলে কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ। শুরু করেছে তদন্ত।