This browser does not support the video element.
বহরমপুর: বহরমপুরYMA ময়দানে এলেন অভিনেতা তথা সাংসদ দেব
Berhampore, Murshidabad | Sep 12, 2025
বহরমপুর মাতালেন অভিনেতা তথা সাংসদ দেব। শুক্রবার রঘু ডাকাতের প্রচারে সমগ্র টিম সহ বহরমপুর এসেছিলেন জনপ্রিয় অভিনেতা। বহরমপুর ওয়াইএমএ মাঠে পুরো টিম নিয়ে রঘু ডাকাতের প্রচারের পাশাপাশি বহরমপুরবাসীর মন জয় করলেন অভিনেতা দেব। দেব দর্শনে এদিন ওয়াইএমএ মাঠে দর্শকের ভিড়ে উপচে পড়েছিল। লক্ষাধিক দর্শক হলেও কোন বিশৃঙ্খলা হয়নি বলেই দাবি জেলা পুলিশের।