খড়গপুর ১: খড়্গপুরে বিজেপি তোলাবাজ দলে পরিণত হয়েছে, কেন্দ্রীয় নেতারাই বিজেপি কর্মীদের বিশ্বাস করে না: কটাক্ষ সুজয় হাজরার
বিজেপির কাউন্সিলর মমতা দাস সম্প্রতি খড়্গপুরের বিজেপি কার্যালয়ের ভেতরেই দলের নেতাকে জুতোপেটা করেছিলেন। সেই ইস্যুতে এবার পাল্টা তোপ ডাকলেন তৃণমূলের জেলা সভাপতি সুজয় হাজরা মেদিনীপুরে। তিনি বলেন-"খড়্গপুরে বিজেপি তোলাবাজ দলে পরিণত হয়েছে। যে কারণে তার দলের শেষ নেতারাই তাদের বিশ্বাস করে না।"