সবং: কলসবাড় এলাকায় তৃণমূল কংগ্রেসের সভা থেকে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ ৩০ টি পরিবারের
বুধবার সন্ধ্যায় পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের কলসবাড় বুথ তৃণমূল কংগ্রেসের একটি সভায় কলসবাড় গ্রামে তপন টুডু, পিন্টু সিং, মদন বর্মন, নারায়ন দাস ,গৌর হরি দাস, বৃন্দাবন বর্মন সহ ৩০ টি পরিবার বিজেপি দল ছেড়ে তৃণমূল কংগ্রেসের যোগদান করলো।তাদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন সবংয়ের তৃণমূল নেতা পার্থ প্রতিম মাইতি সহ অনান্যরা। ছবি অফিস অ্যাপসে।