ধূপগুড়ি: এসআইআর এর বিরোধিতা করে
বিন্নাগুড়িতে বিক্ষোভ মিছিল করল আইএনটিটিইউসি
এসআইআর এর বিরোধিতা করে বিন্নাগুড়িতে বিক্ষোভ মিছিল করল আইএনটিটিইউসি। সহযোগিতা করে বানারহাট অঞ্চল তৃনমুল কংগ্রেস। এদিন বিন্নাগুড়ি বিডিএসসি ক্লাবের মাঠ থেকে মিছিল বের হয়ে বিন্নাগুড়ি বাজার এলাকা পরিক্রমা করে বিন্নাগুড়ি চৌপথি এলাকায় পথসভা করে। এদিন মিছিলে উপস্থিত ছিলেন মাদারিহাট বিধান সভার বিধায়ক জয়প্রকাশ টোপ্পো , আইএনটিটিইউসি জেলা সভাপতি তপন দে, বানারহাট ব্লক আইএনটিটিইউসি সভাপতি বিধান সরকার, বিন্নাগুড়ি অঞ্চল সভাপতি বিজয় প্রসাদ সহ অনান্য তৃনমুল নেতারা।