কোচবিহার ১: টক টু চেয়ারম্যান ও কমপ্লেন বক্স পরিষেবা চালু নিয়ে রবীন্দ্রনাথ ঘোষ কে কটাক্ষ করলেন বিজেপি বিধায়ক
আরো উন্নত পৌর পরিষেবা দিতে রাসমেলার পরেই কোচবিহার পৌরসভা চালু করতে চলেছে টক টু চেয়ারম্যান ও কমপ্লেন বক্স পরিষেবা। পৌর নাগরিকরা সরাসরি পৌরসভায় এসে কমপ্লেন বক্সে তাদের সমস্যার কথা লিখিতভাবে জানাতে পারবে। আবার চাইলে তারা পৌরসভার পক্ষ থেকে একটি নির্দিষ্ট নাম্বার চালু করা হবে পৌর নাগরিকদের জন্য।