ইংরেজবাজার: মিল্কি এলাকায় বাইক এবং টোটো মুখোমুখি! নিয়ন্ত্রণ হারিয়ে ঘটলো দুর্ঘটনা! আহত মোট ছয় জন
বাইক টোটো মুখোমুখি। নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল টোটো। আহত টোটো চালক সহ ৫ জন। ঘটনায় আহত হয়েছে বাইকের চালকও। মঙ্গলবার দুপুর দুটো নাগাদ ঘটনাটি ঘটেছে ইংলিশ বাজারের মিল্কি এলাকায়। জানা গেছে মিল্কি থেকে মালদার দিকে যাচ্ছিল একটি টোটো যাত্রী নিয়ে। ঠিক সে সময় মিল্কি এলাকায় মুখোমুখি চলে আসে একটি বাইক। এরপর নিয়ন্ত্রণ হারিয়ে টোটো এবং বাইক উল্টে যায়। আর এটাই মোট ৬ জন আহত হয়।