মথুরাপুর ২: আর মাত্র কয়েক দিনের মধ্যে সম্পূর্ণ হবে রায়দিঘি কাছারি মোড়ে বাস টার্মিন্সের কাজ
আর মাত্র কয়েক দিনের মধ্যে শেষ হবে রায়দিঘি কাছারি মোড়ে বাস টার্মিনানসের কাজ ইতিমধ্যে শেষ পর্যায়ের কাজ শুরু হয়েছে দুরন্ত গতিতে আর সেই ছবি উঠে এলো আজ অর্থাৎ বুধবার বিকাল চারটে নাগাদ পাবলিক অ্যাপের ক্যামেরাতে আর আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন সরাসরি পাবলিক অ্যাপে