পুরাতন মালদা: দুর্ঘটনার কবলে রায়গঞ্জ থেকে মালদা গামী বেসরকারি বাস, আহত বেশ কয়েকজন
দুর্ঘটনার কবলে রায়গঞ্জ থেকে মালদা গামী বেসরকারি বাস। দুর্ঘটনায় জখম অন্ততপক্ষে 10 থেকে 12 জন যাত্রী। মঙ্গলবার বিকেল তিনটা নাগাদ ঘটনাটি ঘটেছে পুরাতন মালদার মিশন রোড ১২ নম্বর জাতীয় সড়কে। অভিযোগ বাসটি ট্রাফিক সিগনালে দাঁড়িয়ে ছিল পেছন থেকে বেপরোয়া একটি দশ চাকার লড়ি সজরে ধাক্কা মারে। দূর্ঘটনার ফলে কিছুক্ষণের জন্য ১২ নম্বর জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত হয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মালদা থানার পুলিশ এবং জখম যাত্রীদের চিকিৎসার জন্য পাঠানো হয় মাল