ক্যানিং ১: বাবা মা বকেছিল, তাতেই অভিমানে ক্যানিং এর মরাপিয়া গ্রামে চরম সিদ্ধান্ত কিশোরীর
বাবা মায়ের বকুনি খেয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করল এক কিশোরী। মৃতার নাম নাছমা সরদার(১৩)। ঘটনাটি ঘটেছে ক্যানিংয়ের মরাপ্রিয়া গ্রামে। রবিবার সন্ধ্যায় বাড়িতে বাবা মা পড়াশুনা না করার জন্য নাছমাকে বকাবকি করেছিল। আর তাতেই অভিমানে নিজের ঘরে গলায় ওড়নার ফাঁস লাগিয়ে ঝুলে পড়ে সে। পরিবারের সদস্যরা তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে ক্যানিং থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে সোমবার ময়নাতদন্তের জন্য পাঠিয়েছ