ময়নাগুড়ি: ভিনরাজ্যে কাজে গিয়ে মৃত্যু হলো রামশাইয়ের মা ভান্ডানি এলাকার বছর ২৪ এর তরতাজা এক যুবকের
ভিনরাজ্যে কাজে গিয়ে মৃত্যু হলো বছর ২৪ এর তরতাজা এক যুবকের।পরিবারের অভাব দূর করতে ভিন রাজ্যে কাজে গিয়ে মর্মান্তিক মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে ময়নাগুড়ি ব্লকের রামশাই গ্রাম পঞ্চায়েতের মা ভান্ডানী এলাকায়। মৃত যুবকের নাম মিলন কুমার রায়,বয়স ২৪। জানা গেছে,বেশ কয়েকবছর ধরে ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করতেন মিলন রায় । প্রতিবছরের মতো এবছরও কালিপূজার পর কর্মসূত্রে আসামে পাড়ি দেন তিনি।