কলকাতা: বিধানসভায় বৈঠকে উপস্থিত সুকান্ত মজুমদার ও শুভেন্দু অধিকারী — রাজ্য রাজনীতিতে নতুন বার্তা
বুধবার দুপুর একটা নাগাদ বিধানসভায় অনুষ্ঠিত হয় গুরুত্বপূর্ণ বৈঠক। বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী,বিধায়িকা অগ্নিমিত্রা পাল এবং বিধায়ক শংকর ঘোষ। এছাড়াও দলের আরও বেশ কয়েকজন বিধায়ক এই বৈঠকে অংশ নেন। সূত্রের খবর, বৈঠকে রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও বিধানসভা কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়। দলের অভ্যন্তরীণ সংগঠনকে আরও মজবুত করা।