কালীগঞ্জ: আজ SIR বিষয় নিয়ে তৃণমূল কংগ্রেস কার্যালয় থেকেই বিভিন্ন এলাকার খোঁজখবর রাখলেন কালীগঞ্জের বিধায়িকা আলিফা আহমেদ
আজ SIR বিষয় নিয়ে তৃণমূল কংগ্রেস কার্যালয় থেকেই বিভিন্ন এলাকার খোঁজখবর রাখলেন কালীগঞ্জের বিধায়িকা আলিফা আহমেদ, এ রাজ্যে SIR শুরু হয়ে গেছে আর BLO দের সাথে সাথে BLA দেরও সব বাড়ী বাড়ী যেতে বলেছেন অভিষেক ব্যানার্জি আর সেই কথা মাথায় রেখে আজ সারাদিন কালীগঞ্জের কোথায় কোথায় SIR হচ্ছে এবং BLO দের সাথে তৃণমূলের BLA দের কি অবস্থান তা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে বসেই খোঁজ খবর রাখলেন কালীগঞ্জের বিধায়িকা আলিফা আহমেদ আর আজ বিকেল ৫ টা নাগাদ এমনই চিত্র ফুটে উঠলো আম