বরাবাজার: কুড়মী সমাজের ডাকা রেল অবরোধ সম্পর্কে বরাবাজার থেকে প্রতিক্রিয়া জানালেন সমাজের ব্লক নেতৃত্বরা
আগামী ২০ শে সেপ্টেম্বর বাংলা, ঝাড়খন্ড ও উড়িষ্যার মোট ১০০টি রেল স্টেশনে রেল অবরোধের ডাক দিয়েছে আদিবাসী কুড়মী সমাজ, সেই বিষয়ে কেমন প্রস্তুতি চলছে, কেমন ভাবে বিভিন্ন স্থান থেকে রেলওয়ে স্টেশনে পৌঁছাবে সমাজের কর্মীরা, বরাবাজার থেকে বুধবার বিকেল সাড়ে চারটা নাগাদ সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন আদিবাসী কুড়মী সমাজের বরাবাজার ব্লক কমিটির সভাপতি বীরবল মাহাতো এবং কুড়মী নেতা জাগরণ মাহাতো।