পারিবারিক অশান্তির জেরে স্ত্রীকে মারধর করার অভিযোগ, আড়ংঘাটা থেকে গ্রেফতার স্বামীকে জেল হেফাজতে পাঠালো রানাঘাট আদালত। সূত্রের খবর, রানাঘাট 2 নম্বর ব্লকের আড়ংঘাটা এলাকার বাসিন্দা এক গৃহবধূ মঙ্গলবার আড়ংঘাটা থানায় তার স্বামীর বিরুদ্ধে তাকে শারীরিক ও মানসিক নির্যাতন চালানোর অভিযোগ দায়ের করে। আর সেই অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করে আড়ংঘাটা পুলিশ। এদিন আড়ংঘাটা পুলিশ ধৃতকে রানাঘাট আদালতে পাঠালে বিচারক তাকে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।