ধর্মনগরের প্রতিষ্ঠিত ব্যবসায়ী ও সমাজসেবী প্রমোদ কানু হৃদরোগে আক্রান্ত হয়ে গতকাল মৃত্যু বরণ করেন। আজ সকালে তাঁর মরদেহ নিজ বাসভবন থেকে মধ্য শহর ক্লাব ও পরে লায়ন্স ক্লাবে আনা হলে দুই ক্লাবের সদস্যরা পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান। পরে তাঁর মরদেহ মহাশ্মশানে নিয়ে গিয়ে শেষকৃত্য সম্পন্ন করা হয়। তাঁর অকাল মৃত্যুতে ধর্মনগরে শোকের ছায়া নেমে এসেছে।