বারাসাত ১: দীপাবলীর প্রথম দিনই দর্শনার্থীর ডল বারাসাত KNC রেজিমেন্টে
উত্তর ২৪ পরগনা জেলার শহর বারাসাত দীপাবলির জন্য বিখ্যাত, এবং এই বারাসাতের আর পাঁচটা বিগ বাজেটের পুজোর মধ্যে অন্যতম বারাসাত কেএন সি রেজিমেন্ট, ২০২৫ সালে ৬৬ তম বর্ষে পদার্পণ করেছে এই পুজো কমিটি, ৬৬ তম বর্ষে তাদের পুজোর থিম ভাবনা হে বঙ্গভূমি তুমি অন্তর্যামী, সমগ্র পুজো মণ্ডব ঘিরে বাংলার একাধিক বিপ্লবী সাহিত্যিক ও মনীষীদের মূর্তিতে ফুটিয়ে তোলা হয়েছে পাশাপাশি