দেগঙ্গা: দেগঙ্গার বেলিয়াঘাটা বাজারে বেআইনিভাবে টোটো চালানোর প্রতিবাদ করায় টোটো স্টার্টারকে মারধরের অভিযোগ
রাস্তায় বেআইনিভাবে টোটো চালানোর প্রতিবাদ করায় টোটো স্ট্যাটারকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল টোটো চালকের বিরুদ্ধে। সোমবার বেলা দশটা নাগাদ ঘটনাটি ঘটেছে দেগঙ্গা ব্লকের বেলিয়াঘাটা বাজারে বারাসাত বাইপাসে। সোমবার বেলা সাড়ে বারোটা নাগাদ দেগঙ্গা থানায় দুজনের নামে লিখিত অভিযোগ দায়ের করেছেন ইউসুফ আলী গাজী নামে ওই স্টাটার। অভিযোগ পত্রে ইউসুফ দাবি করেছেন বেলিয়াঘাটা টোটো স্ট্যান্ডে স্টার্টার এর কাজ করি। সকাল ১০ টা নাগাদ বেআইনিভাবে বাবলু মন্ডল নামে এক ব্যক্তি ব