বসিরহাট ১: কৃষকদের ৮০০ বিঘা জমি পুনর্দখল, বসিরহাটের সেতপুরে উত্তেজনা
দীর্ঘ কয়েক বছর ধরে লিজের টাকা না পাওয়ায় বসিরহাট থানার পিফা পঞ্চায়েতের সেতপুর এলাকার ২৭৮ জন জমির মালিক একত্রিত হয়ে নিজেদের ৮০০ বিঘা জমি পুনরুদ্ধার করলেন। এই জমিতে 'বরকোতুল্লা মোল্লা' নামে এক ব্যক্তি গরিব কৃষকদের কাছ থেকে বার্ষিক ১৩,৫০০ টাকা চুক্তিতে জমি লিজ নিয়ে মাছের ভেড়ি তৈরি করেছিলেন। মুষ্টিমেয় কয়েকজন ছাড়া বেশিরভাগ জমির মালিকই লিজের টাকা পাচ্ছিলেন না। স্থানীয় পঞ্চায়েত ও থানায় একাধিকবার অভিযোগ জানিয়েও কোনো সুরাহা না হওয়ায় কৃষকরা নিজেরাই জম