সুতাহাটা: রাস্তা পারাপারের সময় ট্রাকে ধাক্কায় মৃত্যু হল এক বৃদ্ধের সুতাহাটার থানার অন্তর্গত চৈতন্যপুরে মোড়ে
রাস্তা পারাপারের সময় ট্রাকধাক্কায় মৃত্যু হল এক বৃদ্ধের। শুক্রবার বিকেলে ৫টা ঘটনাটি ঘটেছে সুতাহাটার চৈতন্যপুরে। মৃতের নাম গৌরাঙ্গ দাস(৬৮)। বাড়ি সুতাহাটা থানার বাড় বাসুদেবপুর গ্রামে। এদিন তিনি চৈতন্যপুরে বাজারে এসেছিলেন। চৈতন্যপুর-বালুঘাটা রোডে একটি মিষ্টি দোকানের সামনে রাস্তা পার হওয়ার সময় উল্টো দিক থেকে আসা একটি ট্রাক ধাক্কা মারলে বৃদ্ধ রাস্তায় লুটিয়ে পড়েন। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে।