কমলপুর: কমলপুরে বাম যুব নেতার বাড়িতে হামলা, সিপিআইএমের প্রতিবাদ মিছিল
কমলপুর মহকুমার নোয়াগাঁও এলাকায় এক বাম যুব নেতার বাড়িতে দুষ্কৃতিকারীদের হামলার প্রতিবাদে আজ বিকেলে সিপিআইএম নেতা-কর্মীরা এক প্রতিবাদ মিছিল বের করেন। সিপিআইএম ধলাই জেলা কমিটির সম্পাদক এবং প্রাক্তন বিধায়ক অঞ্জন দাস-সহ অন্যান্য শীর্ষ নেতৃত্ব এই মিছিলে অংশ নেন। স্থানীয় সূত্রে জানা গেছে, বাম যুব নেতা রাহুল দাসের বাড়িতে কিছু দুষ্কৃতিকারী হামলা চালায়। অভিযোগ, হামলাকারীরা বাড়ির জিনিসপত্র ভাঙচুর করে এবং পরিবারের সদস্যদের ভয় দেখায়।