অন্ডাল: অন্ডাল খান্দ্রা বৃদ্ধা আশ্রমের ভাই ফোঁটা, খান্দ্রা উদ্যোতন সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি তরফ থেকে গণ ভাই ফোঁটা
অন্ডাল খান্দ্রা বৃদ্ধা আশ্রমের ভাই ফোঁটা. খান্দ্রা (উদ্যোতন সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি )তরফ থেকে বৃহস্পতিবার দুপুর আড়াইটার সময় হয়ে গেল গণ ভাই ফোঁটা এই ভাই ফোটা তে সর্বধর্ম সব ধরনের লোকরা ছিলেন. আশিকরা হিন্দু মুসলিম সবাইকে ফোটা দিলেন এই বৃদ্ধাশ্রমে.. এই বৃদ্ধাশ্রমে উদ্যোক্তা ,অনুপ সিনা. বলেন ৩৬ জন আবাসিক রয়েছেন সেইখানে সকাল থেকে চলল ভাইফোঁটা. এক বিদ্যা .অর্চনা চ্যাটার্জি. বলেন উনার দাদা ওখানকার আবাসিক প্রত্যেক বছর এখানে আছেন ভাইপোঁটা নিতে1