খেজুরি ২: খেজুরী গ্রাম পঞ্চায়েতের কুঞ্জপুরের ২২৭নং বুথে আজ ঢালাই রাস্তা নির্মাণের শ সূচনা করেন গ্রাম পঞ্চায়েত প্রধান কালীপদ মন্ডল
পূর্ব মেদিনীপুর জেলার খেজুরী-২ব্লকের খেজুরী গ্রাম পঞ্চায়েতের কুঞ্জপুর গ্রামের ২২৭নং বুথের এই রাস্তা টি দীর্ঘদিন ধরে বেহাল ছিল। ভোট এলেই সকলে প্রতিশ্রুতি দিতেন কিন্তু ভোট শেষে সবই মিথ্যে হত। সকলেই ভুলে যেতেন সেই প্রতিশ্রুতির কথা। BJP ক্ষমতায় আসার পর এই রাস্তাটি ঢালাই রাস্তা হিসাবে নির্মাণের সূচনা হওয়ায় এলাকার মানুষজন খেজুরী গ্রাম পঞ্চায়েতের প্রধান কালীপদ মন্ডলকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন