ক্যানিং ১: ঘুটিয়ারিতে নওসাদ সিদ্দিকীকে কালো পতাকা, আই এস এর কর্মীদের মারধরের অভিযোগ
ক্যানিং ১ ব্লকের ঘুটিয়ারি শরীফের মাখালতলায় এস আই আরের বিরূদ্ধে প্রতিবাদ সভায় এসে বিক্ষোভের মুখে পড়লেন ভাঙরের বিধায়ক নওসাদ সিদ্দিকী। তাকে কালো কাপড় দেখানো হয় বলে অভিযোগ। রবিবার বিকেলে তিনি আসেন এলাকায় একটি প্রতিবাদ সভা করতে। একজন ও বৈধ ভোটারের নাম তালিকা থেকে বাদ গেলে আইনি লড়াইয়ের পথের কথা বলেন তিনি। প্রয়োজনে সুপ্রিম কোর্টে মামলা করবেন বলেও জানান। সাধারণ মানুষকে ভয় পেতে বারণ করেন। এই এলাকায় সভা শেষ করে যখন তিনি ফিরে যাচ্ছিলেন তখন তাঁকে কালো পতা