হরিশ্চন্দ্রপুর ১: পঞ্চায়েত সদস্যের কীর্তি,সরকারি সাবমার্সিবল পাম্প নিজের জায়গায় বসিয়ে পিপলা গ্রামবাসীকে বঞ্চিত করে দেওয়ার অভিযোগ
হরিশ্চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের বিপ্লা গ্রামের পরিশুদ্ধ পানীয় জলের দীর্ঘদিনের সমস্যা রয়েছে। সমস্যা দূর করতে হরিশ্চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের তরফে প্রায় 99 হাজার টাকা ব্যয় একটি সাবমারসিবল পাম্প বসানো হয়। অভিযোগ এলাকার পঞ্চায়েত সদস্য ছোটন দাস এই সব পাম্প নিজের জায়গায় বসিয়ে বিদ্যুৎ সংযোগ করার পর গ্রামবাসীদের জল থেকে বঞ্চিত করেছে। এমন অবস্থায় সরকারি পাম্প ব্যক্তিগতভাবে পঞ্চায়েত সদস্য ব্যবহার করছে বলে অভিযোগ। ঘটনায় তীব্র ক্ষোভ গ্রামবাসীর।