কাটোয়া–বর্ধমান রেলপথের গাঙ্গুলিডাঙ্গা রেলগেট এলাকায় সাবওয়ে তৈরিকে কেন্দ্র করে রেল কর্তৃপক্ষের সঙ্গে বচসায় জড়ালেন স্থানীয় গ্রামবাসীরা। বুধবার গাঙ্গুলিডাঙ্গা, কদমপুকুর ও শ্রীখন্ড গ্রামের একাংশের মানুষ কাজ বন্ধের দাবিতে বিক্ষোভ দেখান। গ্রামবাসীদের অভিযোগ, এই রাস্তাটিই তিনটি গ্রামের মূল যাতায়াত পথ। সাবওয়ে তৈরি হলে বর্ষার সময় রাস্তাটি জলে ডুবে যাবে, ফলে চলাচল একেবারে বন্ধ হয়ে পড়বে। এতে স্কুলে যাওয়া থেকে শুরু করে চিকিৎসা ও মৃতদেহ নিয়ে যাতায়াতেও সমস্যা হবে।