মঙ্গলবার উত্তর ত্রিপুরা জেলার জেলাসদর ধর্মনগর শহরের থানা রোড স্থিত সিপিআইএম ধর্মনগর মহকুমা সম্পাদক রতন রায়ের বাসভবনে উনার শারীরিক অবস্থার খোঁজ নিতে যান কুর্তি কদমতলা বিধানসভার বাম বিধায়ক ইসলাম উদ্দিন।
ধর্মনগর: থানা রোড স্থিত কমরেড রতন রায়ের বাসভবনে যান কুর্তি কদমতলা বিধানসভার বাম বিধায়ক ইসলাম উদ্দিন - Dharmanagar News