খানাকুল ১: বিদেশি চীনা মাঞ্জায় গলা কেটে মর্মান্তিক মৃত্যু হল গোঘাটের এক ব্যক্তির
চীনা মাঞ্জায় গলা কেটে মৃত্যু হল এক ব্যক্তির।চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে শনিবার গোঘাটের দামোদরপুর এলাকায়।মৃতর নাম চন্দন দোলুই।বাড়ি মুক্তারপুরে।জানা যায়,নিমন্ত্রণ করতে রাধানগর গিয়েছিলেন তিনি।দাদা বৌদিকে নিয়ে বাইক চালিয়ে বাড়ি ফিরছিলেন।হটাৎ তার গলায় চীনা মাঞ্জা জড়িয়ে যায়।ছাড়ানোর চেষ্টা করলে ক্রমশ গলায় বসে যায় মাঞ্জা।পরে তারা সকলে বাইক নিয়ে পরে গেলে গলা কেটে যায় ব্যক্তির,রক্ত খনন শুরু হয়।স্থানীয়রা তাকে আরামবাগ মেডিক্যালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।