একেবারে আইপিএলের ধাঁচে গৌড় প্রিমিয়াম লীগের খেলোয়াড় নিলামের আয়োজন। শনিবার দুপুর দুটো নাগাদ মালদহের ইংরেজ বাজারের গৌড় এলাকায় একটি বেসরকারি হোটেলে আয়োজন করা হয়েছিল এই নিলামের। প্রায় ২১৬ জন খেলোয়ার অংশ নিয়েছিল নিলামে। উল্লেখ্য এলাকার বিশিষ্ট্য সমাজসেবি তথা ইংলিশ বাজার পঞ্চায়েত সমিতির তৃণমূল সদস্য বাপি ঘোষের উদ্যোগে অনুষ্ঠিত হয়ে আসছে এই গৌর প্রিমিয়াম লীগ। এই বছর এই প্রতিযোগিতার দ্বিতীয় বর্ষ। আগামী জানুয়ারি মাসের ১০, ১১ এবং ১২ তারিখ।