কলকাতা: মঙ্গলবার রাতের মধ্যে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় 'মান্থা', জেনে নিন আলিপুর আবহাওয়া দপ্তরের সর্বশেষ আপডেট
মঙ্গলবার রাতের মধ্যে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় 'মান্থা'। উল্লেখ্য নিম্নচাপের জেরে রবিবার বিকেল থেকেই কলকাতায় ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছে। জগদ্ধাত্রী ও ছট পুজোয় রাজ্যের একাধিক জেলায় যে দুর্যোগ ঘনাবে তা নিয়ে পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। সোমবার অতি গভীর নিম্নচাপে রূপান্তরিত হওয়া দুর্যোগ ঘূর্ণিঝড়ে পরিণত হবে। দক্ষিণ বঙ্গের উপকূলবর্তী জেলা গুলিতে এর প্রভাব পড়বে। মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে আবহাওয়া দফতর।