নন্দীগ্রাম ১: বাজারের মধ্যে যত্রতত্ৰ অবৈধ পার্কিং সরিয়ে আজ নন্দীগ্রাম বাজারের যানজট মুক্ত করলেন থানার IC প্রসেনজিৎ দত্ত
পূর্ব মেদিনীপুর জেলার প্রাচীন বাজার গুলির মধ্যে নন্দীগ্রাম বাজার অন্যতম। এই বাজারের মধ্য দিয়ে BDO অফিস,নন্দীগ্রাম থানা,নন্দীগ্রাম স্বাস্থ্য জেলার CMOH অফিস,নন্দীগ্রাম সুপার স্পেসিলিটি হাসপাতাল,ব্লক ভূমি দপ্তর,রেজিস্ট্রি অফিস সহ দুটি উচ্চ বিদ্যালয় থাকায় মানুষের প্রয়োজনীয় কাজে মোটর বাইক টোটো র আনাগোনা সহ যত্রতত্ৰ অবৈধ ভাবে পার্কিংয়ের ফলে তীব্র যানজটের সৃষ্টি হয়। থানা ও ব্লক প্রশাসনের তরফে চেষ্টা করলেও কোন রূপ সুরাহা মেলে নি। নন্দীগ্রাম থানার IC প্রসেনজিৎ দত্