তমলুক: SIRবেনিয়মের অভিযোগ,ভোটারদের সই নিয়ে উধাও BLO ও পঞ্চায়েত সদস্য,ক্ষোভে ,আজ চন্ডিপুরে সরব বিজেপি নেতা বিপ্লব মণ্ডল
পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুর বিধানসভার চৌখালী ২ নম্বর অঞ্চলের ১৪০ নম্বর বুথের আটাত্তর গ্রামে ভোটার তালিকা সংশোধন ঘিরে ব্যাপক অনিয়মের অভিযোগে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, বি.এল.ও প্রতিমা আচার্য্য ও তৃণমূলের পঞ্চায়েত সদস্য মানস দাস ভোটারদের কাছ থেকে SIR ফর্মে কেবল স্বাক্ষর করিয়ে নিয়ে উধাও হয়ে গেছেন, কোনো তথ্য যাচাই বা নথিভুক্ত না করেই!ফলে এলাকায় ছড়িয়েছে ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার আতঙ্ক গ্রামে ছড়িয়েছে।ক্ষোভ ও বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। এই ঘ