সাঁকরাইল: আটাডিহা পোল্ট্রি খামারে শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে বৈঠক — পাশে আইএনটিটিইউসি নেতৃত্ব
রবিবার বিকেলে সাঁকরাইল ব্লকের আটাডিহা পোল্ট্রি খামারে শ্রমিকদের ন্যায্য দাবিদাওয়া ও বিভিন্ন সমস্যা নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন তৃণমূলের শ্রমিক সংগঠনের ঝাড়গ্রাম জেলা সভাপতি মহাশীষ মাহাতো ও মালিক পক্ষের প্রতিনিধি। বৈঠকে শ্রমিকদের অভাব-অভিযোগ মনোযোগ সহকারে শোনেন উপস্থিত নেতৃত্বরা এবং দ্রুত সমাধানের আশ্বাস দেন। শ্রমিকদের স্বার্থরক্ষায় সংগঠনের এই উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন উপস্থিত শ্রমিকরা।