ইটাহার: পতিরাজপুর এবং ইটাহারের পঞ্চায়েতের তিলনা ও দিঘনা স্কুলে আমাদের পাড়া আমাদের সমাধান শিবির পরিদর্শন করলেন MLA ও BDO
আমাদের পাড়া আমাদের সমাধানের শিবির পরিদর্শন করলেন ইটাহারের MLA মোশারফ হুসেন ও BDO দিব্যেন্দু সরকার। মঙ্গলবার ইটাহারের দিঘনা হাই স্কুল ও পতিরাজপুর অঞ্চলের তিলনা প্রাথমিক বিদ্যালয়ে বসে আমাদের পাড়া আমাদের সমাধানের শিবির। পাশাপাশি সেই শিবিরে চলছে দুয়ারে সরকার কর্মসূচি। ফলে সকাল থেকে শিবিরে ভিড় জমান এলাকার সাধারণ মানুষ। বিধায়ক ও বিডিও ছাড়াও জেলা পরিষদ কর্মাধ্যক্ষ কার্তিক দাস, পঞ্চায়েত সমিতির সভাপতি রিনা সরকার সহ অন্য জনপ্রতিনিধিরা শিবিরে হাজির হন।