খড়গপুর ১: খড়গপুর পৌরসভায় সেলফ হেল্প গ্রুপে আর্থিক কেলেঙ্কারি, প্রতিবাদে সরব সদস্যরা
খড়গপুর পৌরসভা ১১ নম্বর ওয়ার্ডে সেলফ হেল্ফ গ্রুপের অনেক বড় আর্থিক কেলেঙ্কারি । শুধুমাত্র একটি গ্রুপেই আর্থিক তছরুপের পরিমান 2 লক্ষ 13 হাজার টাকা। বড় মাথার সন্ধানে আজ খড়গপুর পৌরসভায় গ্রুপের সদস্যরা। জানা গিয়েছে, লোনের টাকা জমা দেওয়ার পরেও তা ব্যাংকের এজেন্ট লোনের টাকা জমা না দেওয়ায় লোন প্রতিশোধ হয়নি দেখাচ্ছে গ্রুপের একাউন্টে । এরই বিরুদ্ধে আজ মঙ্গলবার বিকেল প্রায় চারটে নাগাদ খড়গপুর পৌরসভায় প্রতিবাদ জানালেন গ্রুপের সদস্যরা, জমা দিলেন লিখিত অভিযোগ।