ভরতপুর ১: বন্ধু না চোর? ভরতপুরে আড্ডার মাঝেই উধাও সোনা
বন্ধুর আড্ডা থেকে চমকপ্রদ চুরি! মুর্শিদাবাদের ভরতপুরে কাঠের ফার্নিচারের দোকান থেকে উধাও সোনার চেন ও আংটি। সন্দেহ দোকান মালিকেরই এক বন্ধুর উপর। মঙ্গলবার মালিক হোসেন সেখ জানিয়েছেন, আড্ডার মাঝেই বন্ধুকে পকেট থেকে টাকা আনতে বললে সে টাকা না পেয়ে হঠাৎ বাড়ি চলে যায় এবং কিছু পরে ফিরে আসে। এরপরই দেখা যায় গয়না নেই। অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত বন্ধুকে জিজ্ঞাসাবাদ করেছে ভরতপুর থানার পুলিশ। পুলিশের দাবি, খুব শীঘ্রই গয়না উদ্ধার হবে।